বাঁশখালী কয়লাবিদ্যুৎ পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 26 February 2023

বাঁশখালী কয়লাবিদ্যুৎ পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্টাফ রিপোর্টার:

ই-একুশে মিডিয়া

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় নির্মিতব্য দেশের সর্ববৃহৎ বহুল আলোচিত ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্ঠা তৌফিক- এলাহী চৌধুরী বীরবিক্রম

রবিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সাংবাদিকদের সাথে ব্রিফিং মতবিনিময় সভা শেষে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে নবনির্মিত এস.আলম গ্রুপের কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন তিনি এর পূর্বে তিনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে প্রকল্পের জেটিঘাটে অবতরণ করেন

মতবিনিময় সভা প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, 'বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রকল্প রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সম্পদ প্রকল্প দেশের বিদ্যুৎ খাতে বড় ধরণের অবদান রাখবে প্রকল্পটি নির্মাণের ফলে বাঁশখালীর মানু্ষের ভাগ্য বদলে যাবে বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতিসহ বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বর্তমান শেখ হাসিনার সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে শতভাগ বিদ্যুৎ পৌছে দিতে সক্ষম হয়েছে

সময় উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানী খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. হাবীবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-) মো. মাহাবুবর রহমান, পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লি. (পিজিসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেল এর মহাপরিচালক মো. হোসেন, জ্বালানী খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্ঠার পিএস মুক্তাদির আজিজ, পিএস টু সচিব (উপসচিব) এরাদুল হক, খনিজ সম্পদ বিষয়ক উপসচিব সাইফুল ইসলাম আজাদ, ডেপুটি প্রকল্প পরিদর্শক ইলেকট্রিক্যাল এন্ড সাইড প্রজেক্ট ম্যানেজার ফয়জুর রহমান, ফাইনান্স্যিয়াল অফিসার (সিএফও) মো. এবাদত হোসেন ভুইয়্যা, এস.আলম গ্রুপের ভাইস-চেয়ারম্যান আবদুস সামাদ লাভু, এস.আলম গ্রুপের পরিচালক শহীদুল ইসলাম, এসএস পাওয়ার প্লান্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক দীপংকর মজুমদার, ডেপুটি প্রকল্প পরিচালক (মেকানিক্যাল) মোস্তাফিজুর রহমান, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, এস. আলম গ্রুপের ভূসম্পদ বিভাগের প্রধান মোস্তান বিল্লাহ আদিল, এসএস পাওয়ার প্লান্টের সমন্বয়কারী ফারুখ আহমদ, আনোয়ারা (সার্কেল) সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন সহ প্রকল্পে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাঁশখালীর ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হচ্ছে এসএস পাওয়ার ওয়ান লিমিটেড কোম্পানিটিতে যৌথভাবে ৭০ শতাংশ এস আলম গ্রুপ এবং চীনের সেপকো থ্রি ৩০ শতাংশ শেয়ার হোল্ডার রয়েছে আগামী জুন মাস থেকে প্রাথমিকভাবে ১২শ ২৪ মেগাওয়াট বিদ্যুৎ চালু হবে

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages