ই-একুশে মিডিয়া |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৮ ফেব্রুয়ারি ২০২৩) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০২২ সালে অনুষ্ঠিত উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল মাউসে ক্লিক করে ডিজিটালি প্রকাশ করেন।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাগ্রহণের ব্যবস্থা করেছে সরকার। কর্মসংস্থান-উচ্চশিক্ষার সুযোগ রেখে বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ও করা হয়েছে। খাদ্য ও কর্মসংস্থান চ্যালেঞ্জিং বিষয়, তাই গবেষণায়-ও গুরুত্ব দেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
এদিকে পরীক্ষার্থীরা বোর্ড ও নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং খুদে বার্তায় পরীক্ষার ফল জানতে পারছেন। দুপুর সাড়ে ১২টায় মাতৃভাষা ইনিস্টিটিউটে ২০২২ সালের ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার ৯টি শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ তিন হাজার ৪০৭ শিক্ষার্থী।
এবারের শিক্ষার্থীরা অনলাইনে বা মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই জানতে পারবে কাঙ্খিত ফলাফল।
মেয়েরা পাশ করছে বেশি, ছেলেদের মনযোগী হবার নির্দেশ প্রধানমন্ত্রীর।
এবারের উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী পরীক্ষার ফল প্রকাশ করেন।
এ পর্যন্ত যেসব বোর্ডের ফল জানা গেছে- ময়মনসিংহে পাসের হার ৮০.৩২, মোট জিপিএ-৫ ৫০২৮; রাজশাহীতে পাসের হার ৮১.৫৯, জিপিএ-৫ ২১৮৫৫; যশোরে পাসের হার ৮৩.৯৫, জিপিএ-৫ পেয়েছেন ১৮৭০৩ জন।
২০২২ সালের এইচএসসি-সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ তিন হাজার ৪০৭ জন।
এ বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।
চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৮০.৫০ শতাংশ
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ। কমেছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এ ফলাফল ঘোষণা করেন। শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে ফলাফলের তথ্য উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ২৫১ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ৯৯ হাজার ৬২৮ জন। পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েঠে, জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে আছে।
ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৫৬৪ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ১০৬ জন ছাত্রী। তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৯১ দশমিক ৩০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ দশমিক ৮৩ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৭৩ দশমিক ৩ শতাংশ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক রেজাউল করিম, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment