স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
রোববার (১২ ফেব্রুয়ারী), চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুরে ঘরের পানির লাইন নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে,এসময় প্রতিপক্ষের হামলায় অন্তত ৪ জন আহত হয়। গত শনিবার দিবাগত রাত সীতাকুণ্ড থানাধীন ১০ জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় পানি লাইন নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, ওই এলাকার নুরুল ইসলামের ছেলে মহিউদ্দিনের সাথে একই এলাকার মোহাম্মদ আক্তার মিয়ার পুত্র মোঃ বাবু,মোঃ রিফাত,মোঃ রিয়াদদের সাথে পানির লাইনের বিষয়কে কেন্দ্র কথা কাটাকাটি হয়, এতে এক পর্যায়ে দু'পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে,এসময় আক্তার মিয়ার পুত্র রিয়াদ,রিফাত,বাবুসহ বেশ কয়েকজন লোক লাঠি-সোঁটা ও দা,কিরিচ নিয়ে নুরুল ইসলামের পরিবারের লোকজনের উপর হামলা চালায়।এতে ভিকটিম সুফিয়া বেগম (৫৭),মহি উদ্দিন(৩৩)মোঃ মান্নান(৩৮) ও আলী হোসেন(৩৮) সহ অন্তত ৪ জন আহত হয়।
আহতদের পারিবারিক সুত্রে জানা যায়, আহতদের মধ্যে সুফিয়া বেগম(৫৭)'র অবস্থা গুরুতর,আহতরা চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তাঁরা। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment