এইচ এম শহীদ, পেকুয়া প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
কক্সবাজার জেলা পেকুয়া উপজেলা ফারিয়া কর্তৃক সদ্য বিপুল ভোটে নির্বাচিত ককসবাজার জেলা ফারিয়ার সাধরন সম্পাদক মোঃ আনছার উদদীন কে পেকুয়া চৌমুহনীস্ত ডাক্তার তাহমিদুল ইসলাম এর চেম্বারে ২২শে ফেব্রুয়ারী বুধবার দুপুরে সংবর্ধনা দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন নব গঠিত পেকুয়া ফারিয়ার আহবায়ক তাজিম উদ্দীন হিরো।
পেকুয়া উপজেলা ফারিয়ার সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাধারণ সম্পাদক পেকুয়া উপজেলা পল্লী চিকিত্সক সমিতির-এসএমএ রহিম। যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম যুগ্ম আহবায়ক মোঃশাহজাহান যুগ্ন আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর ও সিনিয়র সদস্য মাজেদ আনছার মনোয়ার আতিক মাসুদ নজরুল সহ আরো অনেকে উপস্থিত সকলে কৌশল বিনিময় শেষে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্তি করেন। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment