কবির মাহমুদ, কাজিপুর (সিরাজগঞ্জ):ই-একুশে মিডিয়া
কাজিপুরে বর্ষীয়ান রাজনীতিবিদ ও ৭নং খাসরাজবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন," জহুরুল ইসলাম মোহাম্মদ নাসিমের একজন বিশ্বস্ত কর্মী ছিলেন,তিনি আমৃত্যু আওয়ামী রাজনীতির জন্য কাজ করেছেন। তাঁর মৃত্যুতে কাজিপুর তথা খাসরাজবাড়ি একজন মুরব্বি হারালো।তাঁর মৃত্যু দলের জন্য অপূরনীয় ক্ষতি"। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।
উল্লেখ্য, জহুরুল ইসলাম কাজিপুর উপজেলার ৭নং খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন,এছাড়াও দীর্ঘ দিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১২ টা মিনিটে ঢাকার মিরপুরে ডেল্টা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। দীর্ঘ দিন দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন সাবেক এই ইউপি চেয়ারম্যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment