সাইদ সাজু, তানোর থেকে:ই-একুশে মিডিয়া
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন ও সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় তানোর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তানোর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন খামারী গনের গৃহপালিত পশু-পাখি প্রদর্শনী শেষে ও তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, তানোর থানার এসআই নিজাম উদ্দিন, তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ সুমন মিয়া।
উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রমজান আলী, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল গফুর, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শারমিন সুলতানা (মিতা)।
মাঠ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মামুনুর রশীদ, মাঠ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোসলেম উদ্দিন প্রমুখ।
উক্ত প্রদর্শনীতে তানোর উপজেলার বিভিন্ন এলাকার ছোট বড় ২৫টি খামারি স্টল দিয়ে অংশ গ্রহণ করেন। এসময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।
বিচারক কমটির মুল্যায়নের ভিত্তিতে ৩ ক্যাটাগরিতে খামারীদের মাঝে প্রদর্শনী শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারীদের পুরস্কার প্রদান করা হয়। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment