কবির মাহমুদ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
কাজিপুরে জজিরা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে ইউপি চেয়ারম্যান খাইরুল কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১১নং নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে (জজিরা) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত প্রায় শতাধিক সুবিধাভোগী অংশগ্রহণ করেন।
এসময় আশ্রয়ন প্রকল্পের, শিশু সন্তানদের পড়ালেখার খোঁজ-খবর নেওয়া,মাদকে নিরুৎসাহিত করা,আশ্রয়ন প্রকল্পের কোন বাসিন্দা যেনো রাষ্ট্র বিরোধী ও অনৈতিক কাজে জড়িত না হয় সেদিকে খেয়াল রাখা সহ নানান বিষয়ে আলোচনা করা হয়।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নিশ্চিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, ইউপি সদস্য নজিবুর রহমান রাব্বি, মাতৃছায়া কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক দুলাল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল লতিফ বিএসসি, আশ্রয়ন প্রকল্পের সভাপতি কোরবান আলী, সাধারন সম্পাদক আফজাল হোসেন সহ স্থানীয় মুরব্বি ও নেতৃবৃন্দ। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment