এইচ এম শহীদ, পেকুয়া প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
কক্সবাজারের পেকুয়ায় চৌমুহনী ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মোট ৬টি পদে নির্বাচন অনুষ্টিত হয়েছে। এর আগে কোন প্রতিদ্বন্ধী না থাকায় সম্পাদক পদ ছাড়া ৫টি পদে প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা। শনিবার সাধারণ সম্পাদক পদে দু'জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। সকাল ১০টায় ভোট গ্রহন শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত মোট ২৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মো.হেলাল উদ্দিন সিদ্দিকী মোরগ প্রতীক নিয়ে ১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী মো.আইয়ুব ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ ভোট।
বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী প্রার্থীরা হলেন, নুরুল আজিম (ছাতা) সভাপতি, নুর মুহাম্মদ (বাঘ) সহ-সভাপতি, সদস্য যথাক্রমে মোজাফফর (গোলাপ ফুল),বাহার উদ্দিন (বাসগাড়ি) ও আবু তালেব (টেবিল)।
নির্বাচনের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা জাহান ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এস.এম শাহদাত হোসাইন।
No comments:
Post a Comment