পূর্ব সেন্টার পাড়ায় এতিম শিক্ষার্থীদের পাশে- কুরবান আলী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 16 February 2023

পূর্ব সেন্টার পাড়ায় এতিম শিক্ষার্থীদের পাশে- কুরবান আলী

আফনান চৌধুরী:

ই-একুশে মিডিয়া

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব সেন্টার পাড়া হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) তালিমুল কুরআন মাদ্রাসায় এতিম কোমলমতি শিশু শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সকালের নাস্তা করলেন জাতীয় পার্টির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র, সাবেক সাংসদ আলহাজ্ব মাহমুদুল ইসলামের আস্থাভাজন বিশিষ্ট সমাজসেবক চন্দ্রপুরের কৃতিসন্তান কুরবান আলী

সকালের নাস্তা শেষ করে কুরবান আলী বলেন, আমি একসময়ে অনেক গরীব ছিলাম, ক্ষুধার কষ্ট আমি বুঝি, আমি মনে করি এতিম মিসকিনদেরকে খাদ্যদান করা জান্নাতে প্রবেশের অন্যতম উপায়আমি গুনাহগার -  আল্লাহ যদি এই উছিলায় মাফ করে দেয় কাল কেয়ামতের দিন কঠিন আজাব থেকে মুক্তি পাব ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পূর্বের গুনাহ সমুহ আল্লাহ তায়ালা মাফ করে দিয়ে বাকী হায়াতে মসজিদ মাদ্রাসার খেদমত করার সুযোগ করে দেয়আমি ওয়াদা করছি আল্লাহ তায়ালা যদি আমাকে হায়াতে বারাকা দান আমি প্রতিমাসের যেকোনো বৃহস্পতিবার এই মাদ্রাসায় সবাইকে নাস্তা করাব আগামী বছর সভায় সকলকে একবেলা ভাত খাওয়াব ইনশাআল্লাহ

এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালক এইচ.এম.শেহাব উদ্দিন,মাওলানা আবরারুল হক,মাওলানা আব্দুল হামিদ,মাস্টার সোহেল,হাফেজ মাওলানা ইমরান উল্লাহ,ক্বারী মাওলানা মোদ্দাচ্ছির,রুহুল আমিন,মোহাম্মদ মোস্তাকিম,নূর মোহাম্মদ,আব্দুর রহিম,আব্দুচ ছালাম প্রমুখ

সকলকে সাথে নিয়ে মোনাজাত করেন চাঁদপুর তারুত তাকওয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা ইমরান উল্লাহ, তিনি বলেন আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, 'তারা আল্লাহর ভালবাসায় অভাবগ্রস্থ, এতীম বন্দীদেরকে খাবার দেয়'তিনি মাদ্রাসা খেদমতকারীদের জন্য বিশেষ করে দেশ জাতির কল্যাণে দোয়া করেন মহান রবের দরবারেএকুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages