সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
সিরাজগঞ্জের বেলকুচিতে পত্রিকার এজেন্টের ছেলে নাবিন মন্ডলের ওপর সন্ত্রাসী হামলায় মামলায় আদালতে হাজিরা না দেয়ায় প্রধান দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার এ মামলায় প্রধান দুই আসামি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (৪২) ও মো. শাহাদত হোসন মুন্নার (৪২) হাজিরার জন্য দিন নির্ধারণ করা ছিল। তারা আদালতে হাজিরা না দিলে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারির আদেশ হয়।
বাদীপক্ষের আইনজীবী নাছিম সরকার হাকিম বলেন, সার্বিক তদন্ত, প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, জখমির জখম পর্যবেক্ষণসহ চিকিৎসার সনদপত্র পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেয়া হয়েছে এ মামলায়। কিন্তু আসামিপক্ষ আদালতে হাজির হয়নি। এ কারণে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
গত ২০২২ সালে ১০ জুন বেলকুচির চালা আদালত ভবনের সামনে শাফিন কনফেকশনারিতে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীদের হামলার স্বীকার হন উপজেলায় সব পত্রিকার এজেন্ট দৌলত মন্ডলের ছেলে নাবিন মন্ডল। এ ঘটনায় বেলকুচি থানার ওই সময়কার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মামলা নিতে গড়িমসি করার অভিযোগ ওঠে। পরে সাংবাদিকদের অনুরোধে মামলা নিলেও মূল আসামিদের নাম বাদ দিয়ে প্রতিবেদন জমা দেন ওসি গোলাম মোস্তফা। বাদী প্রতিবেদনের ওপর নারাজি দিলে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় গোয়েন্দা পুলিশকে। তারা এক সপ্তাহ পর মামলাটি ফেরত দিলে আদালত গত বছরের ৮ আগস্ট এটি তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
No comments:
Post a Comment