বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
''ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা চত্বরে র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুসের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকু্চি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম প্রমুখ। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment