স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরে থাকা অবস্থায় এক শারীরিক প্রতিবন্ধী আগুনে দগ্ধ হন, গুরুতর আহত প্রতিবন্ধী এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর পৌন ১২ টায় বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জঙ্গল কোকদন্ডী কাজীর পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে জানা গেছে।
এই অগ্নিকান্ডে নুরুল ইসলাম মেয়ে খালেদা বেগম (৩২) শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘর থেকে বের হতে না পারায় শরীরের বিভিন্ন আঙ্গ আগুনে পড়ে গুরুতর আহন হয়েছেন, তাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- মৃত আব্দু ছবুরের ছেলে (১) মোঃ করিম, মৃত নুর আহমদের ছেলে (২) মোঃ ইসমাইল, মৃত ফোরক আহমদের ছেলে (৩) শামশু মিয়া ও (৪) এন্তু মিয়া, মৃত মোক্তার আহমদের ছেলে (৫) মোঃ ইলিয়াছ, রশিদ আহমদের ছেলে (৬) মোঃ মানুন ও (৭) মোঃ হাসান, কায়ছার আহমদের ছেলে (৮) মোঃ শাকিল, মৃত রশিদ আহমদের স্ত্রী (৯) আনোয়ারা বেগম ও এন্তু মিয়ার ছেলে (১০) মোঃ নুরুল ইসলাম।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর টিম লিডার আবুল বশর বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্তলের গাড়ী নিয়ে প্রবেশ করতে পারি নেই, পরে ভ্যান গাড়ী ও কাঁদে করে আমাদের মালামাল নিয়ে এসে প্রায় দুই ঘন্ট চেষ্টা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাতটি সঠিতভাবে নিশ্চিত হতে পারিনি।
কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম বলেন, আগ্নিকাণ্ডে ঘরগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেনি। অগ্নিকাণ্ডে এক শারীরিক প্রতিবন্ধী আগুনে দগ্ধ হন, সে এখন চমেক হাসপাতালে ক্ষতিগ্রস্তরা সবাই দরিদ্র। এব্যাপারে আমাদের এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীকে জানানো হয়েছে।
No comments:
Post a Comment