এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
কক্সবাজারের পেকুয়ায় পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.এর ৩০ তম ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় পেকুয়া বাজারস্থ নিজস্ব কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.এর সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, কালব্ জ অঞ্চলের ডিরেক্টর আশিশ কুমার দে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা সভা পরিদর্শন করেছেন। সভায় সাধারন সম্পাদক সমিতির বার্ষিক আয় ব্যয় সচিত্র বিবরনী তথ্য তুলে ধরেন।
উম্মুক্ত সভায় সদস্যরা নানা অভিযোগ তুলে ধরেন। এসব প্রশ্ন আমলে নিয়ে সুন্দর ও সুচারুভাবে জবাব দেন সম্পাদক মো.ফারুক। সভায় বিভন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিকেল ৪টায় সভা শেষ হয়।
এদিকে সমিতির প্রায় ৭হাজার সদস্যের মাঝে ইফতার সামগ্রী বিলি করা হয়েছে। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম চলে।
পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.এর সাধারন সম্পাদক সাংবাদিক মো.ফারুক বলেন,প্রতিবছর বার্ষিক সভায় সদস্যদের মাঝে শুধু কিছু সম্মানীভাতা দিয়া হতো। এবার ব্যতিক্রম ভাবে আয়োজন করা হয়েছে। রমজানকে সামনে রেখে প্রায় ৭হাজার সদস্যের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়েছি। এগুলো সদস্যের হক। সদস্যরাই সংগঠনের প্রান।
সেলিনা আক্তার, শহিদুল ইসলামসহ আরো কয়েকজন সদস্য বলেন,সম্মানী ভাতার পাশাপাশি কিছু ইফতার সামগ্রী পেয়েছি। মহৎ উদ্যেগ ও সুন্দর আয়োজনে আমরা খুশি।
No comments:
Post a Comment