কবির মাহমুদ, কাজিপুর (সিরাজগঞ্জ):ই-একুশে মিডিয়া
সিরাজগঞ্জের কাজিপুরে হাজী জহির উদ্দীন তরফদার নূরানী প্রি- ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩রা মার্চ ( শুক্রবার ) সকাল ৯ টায় উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের হাজী জহির উদ্দীন তরফদার নূরানী প্রি- ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় এ সংবর্ধনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নূরানী তা'লীমূল কুরআন বোর্ড চট্রগ্রামের অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে চতুর্থ স্হান অর্জন কারী মোঃ সাকিবুল হাসানকে সংবর্ধনা ও জিপিএ -৫ প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদানের লক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদের এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব ফজলুল হক জুয়েল তরফদার।
এসময় প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখেন চট্টগ্রাম তা'লীমূল কুরআন বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক আলহাজ্ব হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব।প্রধান মেহমানের বক্তব্যে তিনি বলেন-" আমি নূরানী তা'লীমূল কুরআন বোর্ডের একজন সিনিয়র কর্মকর্তা, আমার মেয়ে সারা বাংলাদেশের মধ্যে ১১তম হয়েছে আর এই মাদ্রাসা থেকে চতুর্থ স্হান অর্জন করেছে,এটা অনেক বড় অর্জন '।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সরকার ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মোঃ ওয়ালিউল্লাহ সাহেব।
আলোচনা পর্ব শেষে নূরানী তা'লীমূল কুরআন বোর্ড চট্রগ্রামের অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে চতুর্থ স্হান অর্জন কারী মোঃ সাকিবুল হাসানকে সংবর্ধনা ও জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ফজলুল হক জুয়েল তরফদার বলেন," মাদ্রাসার সকল হুজুরদের অক্লান্ত পরিশ্রম আর অভিভাবকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শফিকুল ইসলাম সহ মাদ্রাসার সকল শিক্ষক , মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবক। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment