নাছির মোহাম্মদ পাড়া লতিফা খাতুন জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 4 March 2023

নাছির মোহাম্মদ পাড়া লতিফা খাতুন জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

মিনহাজ উদ্দীন:

ই-একুশে মিডিয়া

বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের নাছির মোহাম্মদ পাড়া লতিফা খাতুন জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্নশুক্রবার (০৩ই মার্চ) মসজিদ প্রাঙ্গণ সকাল ১০ থেকে রাত ১টা পর‌্যন্ত  এই সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি করেন বাঁশভালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট .. শাহাদত আলম। সভায় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ বাঁশখালী হামেদিয়া রহিমা আলীয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মৌলানা আহমদ নজির সাহেব, আলহাজ্ব মৌলানা আব্দুল মালেক,  পালেগ্রাম নাছির মোহাম্মদ পাড়া লতিফা খাতুন জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা হেলাল উদ্দীন,  আল ইকরা মডেল হিফজুল কোরআন (বালক বালিকা)মাদ্রাসা, কালিপুর মৌলানা মোহাম্মদ ফোরকান সাহেব খতিব বায়তুর রহমত জামে মসজিদ মাওলানা নুরুল হাকিম, খতিব পালেগ্রাম নাছির মোহাম্মাদ পাড়া লতিফা খাতুন জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসা এতে পালেগ্রাম হযরত আবু বকর সিদ্দিকী রাঃ একতা সংগঠন এর পক্ষে থেকে লতিফা খাতুন জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসার বালক বালিকার মাঝে পুরুষ্কার বিতরণ করা হয় মসজিদে নির্মাণ কাজ চলমান সবার সহযোগিতা কামনা করি

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages