রামগঞ্জে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 29 March 2023

রামগঞ্জে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

ই-একুশে মিডিয়া

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত মোঃ ফরহাদ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

মঙ্গলবার  (২৮ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়  এর আগে বিকেলে রামগঞ্জ-পানপাড়া সড়কের হাজী পাটোয়ারী বাড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন  করেন ফরহাদ রামগঞ্জ পৌরসভার অভিরামপুর গ্রামের সামসুল হক মৌলভী বাড়ির খোরশেদ আলমের ছেলে রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের ছোট ভাই

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ পথে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পানপাড়া হাজী পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছালে সিএনজির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এতে ফরহাদ পড়ে গেলে একটি পিকআপ চাপা দেয় তাকে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে  রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

রামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত মোঃ ফরহাদ হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন এই বিষয়ে রামগঞ্জ থানায় কোনো অভিযোগ করা হয়নি অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages