নিজস্ব প্রতিবেদক: ই-একুশে মিডিয়া
কক্সবাজারের উখিয়া উপজেলার সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাব উখিয়া ২০২৩-২৪ ইং এর কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ীদের শনিবার (১১ মার্চ) বিকেলে উখিয়া উপজেলা হলরুমে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ পাঠ করান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, সাংবাদিকতা পেশাটি মহৎ পেশা৷ সাংবাদিকতা সমাজের দর্পন, সমাজের প্রকৃত চেহারাটা সাংবাদিকরা তুলে আনেন। উখিয়ার অনিয়ম, অসংগতি গুলো আপনারা তুলে ধরবেন, আমরা যথাযথ ব্যবস্থা নিবো। সাংবাদিকের লেখনীর মাধ্যমে আমাদের কাজের জন্য মানসিক প্রশান্তি পেয়ে থাকি। সবাইকে সাথে নিয়ে যেন উপজেলা প্রেসক্লাব উখিয়া আগামী দিনে আরো সামনে এগিয়ে যেতে পারে। প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিষদের মধ্যে শপথ বাক্য পাঠ করেন সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এম এ আয়াজ রবি, সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম বশর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল আজিজী, অর্থ সম্পাদক হেলাল উদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সেলিম উদ্দীন বাপ্পি,দপ্তর ও ক্রীড়া সম্পাদক মুফিজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক তারেকুর রহমান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কাশেদ নুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দীন আজাদ, নির্বাহী সদস্য যথাক্রমে; জয়নাল উদ্দীন, আবদুর রহিম, শহিদুল ইসলাম, আব্দুল লতিফ বাচ্চু৷
বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলি নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিক আর প্রশাসন আমরা একে অপরের পরিপূরক। বিশেষ অতিথির ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার তানভীর শাহরিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কক্সবাজারের সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদুল্লাহ, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব উখিয়ার সদস্য যথাক্রমে সালাহ উদ্দীন, জাহাঙ্গীর আলম, মিন্টু ভূঁইয়া প্রমূখ৷
No comments:
Post a Comment