স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ড নাটমুড়া গুচ্ছগ্রামে আগুন লেগে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় এই অগ্নিকান্ড ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে নাটমুড়ার গুচ্ছগ্রাম সংলগ্ন ঘরে আগুন লাগের সাথে সাথেই আগুন দ্রুত সময়ে পাশ্ববর্তী ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। বাঁশখালী উপজেলা ফায়ার সার্ভিস টিম পৌঁছানোর আগেই ৩০ মিনিটেই আগুন সব পুড়িয়ে ছাই করে দিয়েছে। নাটমুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকার (১) মো. আমিন পিতা উমেদ আলী, ২) মো. মোস্তাকিম, পিতা মো: কালু, ৩) জেসমিন স্বামী: মোহাম্মদ আলীর ঘর পুড়ে তাদের বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে পুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার ফরিদ আহমদ জানান, তিনি আরও জানান, এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । নিজের পরনের কাপড় ছাড়া সবকিছু পুড়ে গেছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিনসহ ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের কাছে ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেছেন।
আদর্শ গ্রামের সাথেই সাধারণ ঘর, প্রধানমন্ত্রী কতৃক দেওয়া ঘর না এগুলো।
No comments:
Post a Comment