ই-একুশে মিডিয়া |
কুমিল্লা নগরীর তালপুকুর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে অরিত্র হালদার।সে নগরীর ঝাউতলা এলাকার ডাঃগণেশ চন্দ্র সৌরভ ও মাতা ডাঃ উমা দাশের ১ম পুত্র।অরিত্র নগরীর ২য় কান্দির পাড় অবস্থিত ড্রিমারস এভিনিউ ফর কিডস এর ১ম সফলতা!সে ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায়!তার এ সাফল্যে তার হোম টিউটর জে আর এডুকেশন এর প্রতিষ্ঠাতা রাউফ স্যার সকলের নিকট দোয়া কামনা করেছেন।
No comments:
Post a Comment