রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
লক্ষ্মীপুরের রামগঞ্জে শালিশী বৈঠকে হামলার ঘটনা গুরুতর আহত হয়েছে দুই জন। উভয় পক্ষ করছে রামগঞ্জ থানায় অভিযোগ নিচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চাচ্ছেন সুষ্ঠ সমাধান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১ টা ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের মান্দার বাড়ির আবু ড্রাইভারের দোকানের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের মন্দার বাড়ির দেলোয়ার ও আরিফ গংদের সাথে দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ওই বিরোধ মিমাংসার লক্ষে এলাকার স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সোন্দড়া আবু ড্রাইভারের দোকানের সামনে মঙ্গলবার শালিশী বৈঠক বসলে ঐ শালিশী বৈঠকেই উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হয়। পরে উভয় পক্ষের আরমান ও আরিফ গুরুতর আহত হন।
ভুক্তভোগী আরমান হোসেন জানান, জায়গা জমি নিয়ে বিরোধের জেরে শালিশী বৈটকে সবার সামনে আরিফ তার ভাই সজীম ও জলিলসহ প্রায় ১৫/২০ জন আমাদের উপর আক্রমন করে। তারা চাপাতি দিয়ে আমার মাথায় কোপ দেয়। আমার মাথায় তিনটি সেলাই রয়েছে। আমার বাবা দেলোয়ার হোসেন ও ভাই দীপুকে মেরে আহত করেছে তারা। তাছাড়া আরিফ ভালো হাতে বেন্ডেজ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করছেন আরমানসহ আরো অনেকেই। মারামারি হয়েছে রাস্তার উপর দোকানের সামনে আমরা নাকি ঘরের স্বর্ণলঙ্কার ও নগদ পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছি বলে অভিযোগ করেছে আরিফ যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আরিফের এমন অভিনয় যেনো নাটকের দৃশ্যকেও হার মানাবে।
অপরপক্ষ আরিফ হোসেন জানান, জায়গা জমি নিয়েই মুলত সমস্যা। শালিশী বৈঠকে দেলোয়ার ও তার দুই ছেলে আরমান এবং দীপু অতর্কিত ভাবে আমাদের উপর হামলা ছালিয়ে আমাদের আহত করেছে এবং নগদ ৫ লক্ষ টাকা ও স্বর্ণলঙ্কার ছিনিয়ে নিয়ে গেছে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, এই বিষয়ে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করা হবে।
No comments:
Post a Comment