স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
প্রতি বছরের ন্যায় এ বছরও বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী ক্রিকেট একাডেমির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) উপজেলার গুনাগরীস্থ রেস্ট হাউসে বাঁশখালী ক্রিকেট একাডেমি পরিচালক ও প্রধান কোচ সাংবাদিক মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে এই ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, চনুয়া উপকূলীয় লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফি আনোয়ার আজিম, বাঁশখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ছৈয়দুল আলম সহ বাঁশাখালী ক্রিকেট একাডেমির সকল ছাত্র বৃন্দ এবং সমাজের নানা পেশার মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।
No comments:
Post a Comment