স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের জঙ্গল কোকদন্ডী কাজীর পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রাক্তন ইউপি সদস্য মরহুম মনিরুল হক দুদু মেম্বারের পুত্র, পূর্ব কোকদন্ডী আহমদিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ব্যবসায়ী সম্রাট মোহাম্মদ শাহজাহান এর পারিবারিক উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) জুমার নামাজের পর ক্ষতিগ্রস্তদের বাড়ীতে গিয়ে ৯টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন ব্যবসায়ী সম্রাট মোহাম্মদ শাহজাহান।
উল্লেখ্য গত ২১ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকার সময় উপজেলার কালীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জঙ্গল কোকদন্ডীর কাজীর পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এতে এক প্রতিবন্ধী অগ্নিদগ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
No comments:
Post a Comment