মিথ্যা মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক ছরওয়ার আলমের জামিন লাভ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 3 April 2023

মিথ্যা মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক ছরওয়ার আলমের জামিন লাভ

স্টাফ রিপোর্টার:

ই-একুশে মিডিয়া

মিথ্যা, বানোয়াট সাজানো মামলায় বাঁশখালী উপজেলার দুই- দুই বারের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ছরওয়ার আলমের জামিন মন্জুর করেছেন বিজ্ঞ মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট আদালত মিথ্যা, সাজানো বানোয়াট মামলা বুঝতে পেরে বিজ্ঞ বিচারক সন্তুষ্টি হয়ে সরোয়ার আলমকে স্থায়ীভাবে জামিন প্রদান করেন ইতোপূর্বে বিগত ১১.০১.২০২৩ ইং তারিখের পূর্বশত্রুতার জের ধরে ছরোয়ার আলমের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা আনয়ন করেন ঠিক একদিন পর সকাল নয়টায়  একই বাদী ১২.০১.২০২৩ তারিখের মিথ্যা ঘটনার বর্ননা দেখিয়ে তথা কর্ণফুলী  এলাকায় একটি সিএনজি থেকে নামিয়ে  হত্যা চেস্টায় বলে আরো একটি সাজানো মামলা দায়ের করে উক্ত দায়েরকৃত মিথ্যা মামলায় অদ্য সরোয়ার আলম জামিন লাভ করেন সেই  দুই দিনে সে তার কর্মস্থলে ছিল বলে দাবি করে কর্মস্থলে সাক্ষর এবং উনার উর্ধতন কর্মকর্তার দিনগুলোতে কর্মস্থলে উপস্থিতির  প্রত্যয়নপত্র বিষয়ে তিনি তোলে ধরেন কর্মকর্তা বলেন মামলা টি সম্পূর্ণ সাজানো এবং পূর্বপরিকল্পিত মামলার ঘটনার  দুই দিনই আমি ছিলাম নাদুই দিনে আমি আমার কর্মস্থলে ছিলাম এবং আমার কাছে কর্মস্থলের ছবি এবং হাজিরা খাতায় সাক্ষর আছে মঙ্গলবার (০৩ এপ্রিল) চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে  তিনি বলেন   পূর্ব শত্রুতার জের ধরে একটি কুচক্রী মহল তাকে কর্মক্ষেত্রে হেয় প্রতিপন্ন সামাজিকভাবে মান হানি করার জন্য  এবং তার পরিবারকে রাজনৈতিক ভাবে দূর্বল করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে বলছে অভিযোগ করেন জেল থেকে মুক্ত হলে তাকে চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগার মূল ফটকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান, চটগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, এ্যাডভোকেট মেজবাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনির হোসেন, আমিন মোস্তফা, নূর হোসেন, শফিউল আজম, আমিন মোস্তফা মনি, সিরাজুল মোস্তফা বিএস সি, আবু আহমদ, রেদোওয়নুল হক, আবু রেজা প্রমুখ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages