মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপু) প্রতিনিধিঃই-একুশে মিডিয়া
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে স্মার্ট একাডেমি। প্রতিযোগিতার বিশ্বে আগামী প্রজম্মকে যোগ্য, দক্ষতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডে অর্থায়নে রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকায় ২০২০ সালে স্থাপিত হয় এ শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই এই উপজেলার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। নিজের সন্তানকে ভর্তি করাতে রীতিমত প্রতিযোগীতায় নেমে পড়েন অভিভাবকরা।
ভর্তি পরীক্ষার মাধ্যমে নিজের সন্তানের ভর্তি নিশ্চিত করেন তারা। প্রতিবছরই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিষ্ঠানটি রামগঞ্জ – লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচল অসুবিধা হচ্ছে। দূর্ঘটনা আতংকে নিয়মিত ভয়ে উৎকণ্ঠায় থাকতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবদের। তাই নিরাপত্তার কথা চিন্তা করে সড়কের পাশে যানবাহন থামিয়ে গাড়িতে উঠানামা করার ব্যাবস্থা করার কাজ হাতে নেয় স্কুল কর্তৃপক্ষ। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জানা গেছে। এই উপজেলার শিক্ষা বিস্তারের কথা চিন্তা করে ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে উল্লেখিত স্থানে শিক্ষার্থী ও অভিভাবকদের যানবাহন রাখার ব্যাবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন উপজেলাবাসী।
১২ এপ্রিল বুধবার দুপুরে সরেজমিনে গেলে কয়েকজন অভিবাবক জানান, প্রতিষ্ঠানটির শিক্ষার মান অনেক ভালো। তাই তাদের সন্তানকে এখানে ভর্তি করিয়েছেন তারা। কিন্তু যানবাহন রাখার কোন নির্ধারিত স্থান না থাকায় সন্তানকে নিয়ে রাস্তাতেই নামতে হচ্ছে। তাই কখনযে দূর্ঘটনা ঘটে যায়, এনিয়ে আতংকিত তারা। দূর্ঘটনা আতংকের মধ্যেই ছেলেমেয়েদের নিয়ে যাতায়াত করছেন তারা।
স্মার্ট একাডেমির অধ্যক্ষ ড. মোঃ জাকির হোসাইন বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুশীল সমাজের দাবীর প্রেক্ষিতে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদে গাড়িতে (সিএনজি, অটোরিকশায়) উঠানামার ব্যাবস্থা করতে রাস্তার পাশে ২ ফুট জায়গায় মাটি ভরাট করেছি। প্রশাসনের আপত্তি থাকায় আমরা দেয়াল ভেঙ্গে পেলেছি।
স্মার্ট একাডেমির চেয়ারম্যান মাজহারুল ইসলাম বাবলু বলেন, আমাদের প্রতিষ্ঠানটি রামগঞ্জ – লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় রাস্তার মধ্যেই গাড়ি থেকে নামতে ও উঠতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। যেকোন সময় ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা। দূর্ঘটনা আতংকে নিয়মিত চলাচল করছে তারা। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার কথা ভেবে দূর্ঘটনা এড়াতে এখানে রাস্তার পাশে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের উঠা নামার ব্যাবস্থা করতে চেয়েছি।
No comments:
Post a Comment