ওসমান হোসাইন, কর্ণফুলী:ই-একুশে মিডিয়া
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামের একই পরিবারের শিশু সহ পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রধান করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন। (২৬ এপ্রিল) বুধবার দুপুরে আহতের ভাই মো: হারুনের হাতে ১০হাজার টাকার একটি চেক তুলে দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো: ওসমান হোসাইন,সারওয়ার রানা, মো: বেলায়েত হোসেন, কর্ণফুলী নারী সংঘটনের পরিচালক সাবরিনা সারিফ,তাসনিয়া তাবাচ্ছুম। এসময় (ইউএনও) মোঃ মামুনুর রশীদ বলেন, শাহ আমানত সেতু এলাকায় সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরনের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক,ফিটনেস বিহীন গাড়ি এবং অদক্ষ চালকের অবহেলায় এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে বলে মনে করি,আহতদের উন্নত চিকিৎসার জন্য কর্ণফুলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০হাজার টাকার চেক তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। আশাকরি সবাই যদি নিজনিজ অবস্থান থেকে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসে তাহলে হয়তো অগ্নিদগ্ধ তাদের পরিবারের জন্য কিছুটা সহযোগিতা হবে। অগ্নিদগ্ধরা হলেন- কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। তারা সবাই চমেক হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
No comments:
Post a Comment