স্টাফ
রিপোর্টার:ই-একুশে মিডিয়া
বাঁশখালীতে বৈদ্যুতিক মোটর চলাকালে পুকুর নেমে সেটিতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক যুবক । পুকুর থেকে মাছ নিয়ে বাড়ীতে ফেরা হলো না সিএনজি মিস্ত্রী রুবেলের।
বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মিনজীরিতলা এলাকায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মত্যুবরণকারী যুবক হলেন স্থানীয় মোহাম্মদ ফকিরের ছেলে। মোহাম্মদ রুবেল (২৮)। তিনি সিএনজি অটোরিকশার মিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্র জানা যায়, গতকাল বুধবার রাত থেকে বাড়ির পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দিচ্ছিলেন মোহাম্মদ রুবেল। আজ (বৃহস্পতিবার) সকালে পুকুরের পানি কমে গেলে তিনি পুকুরে মাছ ধলে ছিলেন। একপর্যায়ে মোটর থেকে ধোঁয়া বের হতে দেখে পুকুর থেকে মোটরে হাত দেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত চিকিৎসক ডা. ইফতিয়াজ আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
No comments:
Post a Comment