এইচ এম শহীদ, পেকুয়া প্রতিনিধি :ই-একুশে মিডিয়া
কক্সবাজার পেকুয়ায় রাজাখালী ইউপির রব্বত আলী মাতবর পাড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ রোজি আক্তার হত্যা মামলার ২৮ বছর পর ভাই বোনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ বছর কারাদন্ড দেয়া হয়েছে। মামলায় অভিযুক্ত তিনজনের মধ্যে একজনের মৃত হওয়ায় তাকে সাজা থেকে বাদ দেয়া হয়েছে।
বুধবার (২৬এপ্রিল) বিকেল ৩টার দিকে কক্সবাজারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুল এলাহী এ রায় দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পিপি সুলতানুল আলম চৌধুরী।
দন্ড প্রাপ্তরা হলেন,খালেদা বেগম ও তার ভাই রহুল আমিন। রহুল আমিন অপর দন্ডপ্রাপ্ত খালেদা বেগমের ভাই। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা এজলাসে উপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত পিপি সুলতানুল আলম চৌধুরী জানিয়েছেন,১৯৯৫ সালের ২৬ জানুয়ারি রাজাখালীর রব্বত আলী মাতবর পাড়ায় বাদীর মেয়ে ও হত্যাকান্ডের শিকার রোজিনা আক্তার রোজিকে যৌতুকের জন্য নির্মমভাবে হত্যা করে মনিরুজ্জামানের ছেলে নিহতের ভাশুর আবদুল খালেক,তার স্ত্রী খালেদা বেগম এবং শ্যালক রহুল আমিনসহ কয়েকজন।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে তৎকালিন চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ ২৮ বছর পর (এসটি ১৬/২০০০ মামলাটি) সাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত হন তিনজন।এরা হলেন,আবদুল খালেক,খালেদা বেগম এবং রহুল আমিন।
বুধবার (২৬এপ্রিল) অভিযুক্ত দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। এ সময় আসামী রহুল আমিন ও খালেদা বেগম আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।অপর অভিযুক্ত আবদুল খালেক মৃত্যুবরণ করায় তাকে সাজা থেকে বাদ দেয়া হয়।
No comments:
Post a Comment