ওসমান হোসাইন, কর্ণফুলী, চট্টগ্রাম:ই-একুশে মিডিয়া
কর্ণফুলী উপজেলা চরলক্ষ্যা ইউনিয়নের অধিবাসী,চট্টগ্রামের সমতা শিপিং এন্ড ট্রেডিং এজেন্সি প্রতিষ্ঠাতা মরহুম আহমদ হোসেনের স্ত্রী মরহুমা ছকিনা খাতুনের ১৪তম ২৯এপ্রিল (শনিবার) মৃত্যুবার্ষিকিতে আজ গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এলাকাবাসী ও সমতা শিপিং এন্ড এজেন্সি কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।
মরহুমা ছকিনা খাতুন বর্তমান সমতা শিপিং এন্ড এজেন্সি কর্ণধার মোহাম্মদ আজিজুর রহমানের গর্ভধারণী মাতা। আজিজুর রহমান চট্টগ্রামের সুনামধন্য প্রতিষ্টানের পাশাপাশি সমাজ সেবায় নিজকে নিয়োজিত রেখেছেন। আজকের এইদিনে মরহুমা ছকিনা খাতুন কে গভীর শ্রদ্ধা ও স্মরণ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
পরম করুনাময় ছকিনা খাতুনের জীবনদ্দশায় সমস্ত ভালো কাজ গুলো যোগ্য প্রতিদানে জান্নাতুল ফৈরদৌস দান করেন। "রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছগিরা" মরহুমা ছকিনা খাতুনের তিন ছেলে-ছয় কন্যা সন্তান ও আত্মীয়স্বজন রেখে যান।
No comments:
Post a Comment