বেলকুচি ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
সিরাজগঞ্জের বেলকুচিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে একজন। শুক্রবার সন্ধ্যায় বেলকুচি আঞ্চলিক সড়কের সুর্বনসাড়া এলাকায় এই দুর্ঘনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কলিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল আমিন সরকার (২৩) ও সিরাজগঞ্জ সদর থানার সয়াধানগড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে ইউনুস আলী (৩৫)। আর আহত হন উপজেলার সগুনা গ্রামের মিলনের ছেলে মানিক (৩)
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, উপজেলার সুর্বনসাড়া এলাকায় তেল পাম্পের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীসহ তিনজন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত মানিকের অবস্থা অবনতি হলে তাকে এনায়েতপুর মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
No comments:
Post a Comment