এইচ এম শহীদ, পেকুয়া প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
পেকুয়ায় নদীতে সাঁতার কাটার সময় পানিতে ডুবে মুহাম্মদ ইব্রাহিম (১২) নামের একজন মাদ্রাসা ছাত্র নিখোঁজের দশ ঘন্টার পর নিথর দেহ ভেসে ওঠে । ইব্রাহিম উপজেলার রাজাখালী ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে ও রাজাখালী বিইউআই মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র। ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টার সময় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের লোকজন দুপুর ১২টা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এছাড়া চট্টগ্রামের ডুবুরি দলও টানা উদ্ধার অভিযান পরিচালনা করেন। রাত নয় টার সময় ঘটনাস্থল থেকে নিখোঁজ ছাত্র ইব্রাহিমের দেহ ভেসে ওঠে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বাঁশখালী ছনুয়াখালের রাজাখালী ভাঁখালী পয়েন্টে ইব্রাহিমসহ ৬/৭জন শিশু ছনুয়াখালের নদীর ওপারে ফুটবল খেলে সাঁতার কেটে এপারে আসছিল। এসময় মাঝখানে ইব্রাহিম নদীর পানিতে ডুবে যায়। অন্য শিশুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা খোঁজাখুঁজি করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও ডুবুরিদল উদ্ধার তৎপরতা চলমান রাখে।
শিশু ইব্রাহিমের বড় ভাই জসিম উদ্দিন বলেন,ইব্রাহিম ছোট বেলা থেকে বিরল রোগে আক্রান্ত। মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার পরিবারে শোকের মাতম চলছে।
No comments:
Post a Comment