মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ ই-একুশে মিডিয়া
চন্ডিপুর ফ্রেন্ডস ক্লাবের কার্যক্রমে উদ্ভূত হয়ে ইতিমধ্যে রামগঞ্জের অনেক সংগঠনই ছাত্রদের মেধা বিকাশে এই বৃত্তি প্রোগ্রাম শুরু করেছেন যা নিঃসন্দেহে রামগঞ্জ উপজেলার শিক্ষাবিস্তারে অভাবনীয় অবদান রেখে চলছে। হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে এবং উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে গত ৩০ বছর যাবত চন্ডীপুর ফ্রেন্ডস ক্লাব ক্লাস ফোর এবং ক্লাস সেভেনের বৃত্তি পরীক্ষা পরিচালনা করে আসছে।
গতকাল সন্ধ্যায় রামগঞ্জ ক্যাপসিকাম রেষ্টুরেন্টে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ইফতার এবং মতবিনিময়ে এমনটাই জানান, চন্ডীপুর ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শাহিন ও উপস্থিত সাংবাদিকগণ।
মহামারী করোনা ভাইরাসের প্রকোপে এবং বিভিন্ন প্রতিবন্ধকতায় চন্ডিপুর ফ্রেন্ডস ক্লাবের এই বৃত্তি প্রদান কার্যক্রম বিগত কয়েকবছর বন্ধ রয়েছে। আমরা আশাবাদী চলতি বছর থেকে আবারো চন্ডীপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি কার্যক্রম অব্যাহত রাখবে।
রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রহমত উল্লাহ সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তাহের, সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম কবির, দপ্তর সম্পাদক জাকির হোসাইন সুমন, সহ-সভাপতি হালিম খান লিটন, কার্যনির্বাহী সদস্য মোঃ ওমর ফারুক পাটোয়ারী, মোঃ পারভেজ হোসাইন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, রামগঞ্জ মডেল কলেজের অধ্যাপক সমর দাস, রামগঞ্জ মডেল কলেজের অধ্যাপক হাবিব উল্যাহ, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক ফারুক প্রমূখ।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে মতবিনিময় করেন, অর্থ ও দপ্তর সম্পাদক রাজু হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান হোসেন রাজন, কার্যনির্বাহী সদস্য প্রতিনিধি মোঃ ছায়েদ হোসেন, কাজী মহিউদ্দিন, সম্মানিত সদস্য বেলায়েত হোসেন বাচ্চু, মোঃ সাফায়েত হোসেন, তপন মজুমদারসহ রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা।
No comments:
Post a Comment