এইচ,এম শহীদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
কক্সবাজার পেকুয়ায় মহান আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে পেকুয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগ
এর উদ্যোগে র্যালী, শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১মে) সকাল ১০ টায় পেকুয়া চৌমুহনী থেকে এক আনন্দ র্যালী বের হয়।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক নুরুল আবছার ও সদস্য সচিব বেলাল উদ্দিন এর নেতৃত্বে এক আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। পেকুয়া চৌমুহনী চত্বর থেকে শতাধিক শ্রমিক নিয়ে বের হওয়া র্যালী উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্তি ঘোষণা করে। এসময় এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক এইচ এম নুরুল আবছার,সদস্য সচিব বেলাল উদ্দিন (টুপি), পেকুয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,ক্রীড়া ব্যক্তিত্ব মো.আজম, পেকুয়া উপজেলা শ্রমিক লিগের আহ্বায়ক সদস্য মোঃ আরিফুল ইসলাম,সদস্য জয়নাল আবেদীন, পেকুয়া সদর ইউপির শ্রমিক লীগের আহ্বায়ক আমির হোসেন,সদস্য সচিব নুর হোসেন,সদস্য ফারুক,বারবাকিয়া ইউপির শ্রমিক নেতা ফোরকান উদ্দিন প্রমুখ। এছাড়াও জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন।
No comments:
Post a Comment