কর্ণফুলী (চট্টগ্রাম)
প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
বিশৃঙ্খলা কারীদের রাজপথে থেকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। শনিবার (২০ মে) বিকেলে উপজেলার নাছির কনভেনশন হলে বড়উঠান ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কর্ণফুলী উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি নাজিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।
উদ্বোধকের বক্তব্যে দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম বলেন, নির্বাচন সামনে আসলে যড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে থাকে। তাই আমাদের যুবলীগের চেয়ারম্যান মহোদয় নির্দেশ দিয়েছেন আগামী এক বছর পরিবার ও বউ বাচ্চাকে সময় না দিয়ে ষড়যন্ত্রকারীদের রাজপথে থেকে মোকাবেলা করার জন্য। তিনি বলেন, আমরা দক্ষিণ জেলা যুবলীগ দায়িত্ব গ্রহণের পর প্রতিদিন একটা না একটা প্রোগ্রাম করে যাচ্ছি যাতে দক্ষিণের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন যুবলীগ শক্তিশালী হয়ে গড়ে ওঠে।
কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিকুল কুদ্দুস মনি ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহর যৌথ সঞ্চলনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। ওসমান হোসাইন, কর্ণফুলী প্রতিনিধি এতে সম্মানিত অতিথি ছিলেন,কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার। এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজ্জাদ আলী খান মিঠু,দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম শেফু,সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হক। এদিকে সম্মেলন শেষ হলেও কমিটি গঠন করা হয়নি। সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment