স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পূর্ব কোকদন্ডী আহমাদিয়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার ২১তম বার্ষিক সভা শনিবার (২০ মে) বাদে জোহর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতকানিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং অত্র মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আবু সাঈদ। উদ্বোধক ছিলেন, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম।
কাজী মোহাম্মদ কলিমউল্লাহ এর সভাপতিত্বে সভায় এবং মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সম্রাট মোহাম্মদ শাহজাহানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালীপুর ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব নুরুল আলম, বিশেষ মেহমান সোনালী লাইফ ইনসূরেন্স লিমিটেডের সিনিয়র ব্রান্স ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন।
সভায় ইসলামিক আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, বাঁশখালী হামিদিয়া রহিমা আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধক্ষ্য মাওলানা আলহাজ্ব আহমদ নজির। বিশেষ বক্তা ছিলেন, কোকদন্ডী শাহ্ বারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুর রহমান আল-কাদেরী, পালেগ্রাম হাকিম মিঞা শাহ্ সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান, অত্র জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শহীদুল ইসলাম আরমান। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন পেশার লোকজন।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব মো. আবু সাঈদ বলেন, অত্র মসজিদ ও মাদ্রাসার অসমাপ্ত ও প্রয়োজনীয় কাজগুলো সম্পূর্ণ সকরতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
No comments:
Post a Comment