প্রতিনিধি,ঝিনাইদহ:ই-একুশে মিডিয়া
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে সার বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ভ্যান চালক ও মহিলা যাত্রী নিহত হয়েছে।আহত হয়েছে আরও ৩জন। নিহতরা হলো হাজিডাঙ্গা গ্রামের ভ্যান চালক সাদেক আলী (৪২) ও কামতা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে পিংকি(২৭)। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধা ৭টার সময় আটলিয়া বাজার নামক স্থানে।
স্থানীয়রা জানায়,নিহত পিংকি তার স্বামীর বাড়ি চান্দুয়ালী গ্রাম থেকে ভ্যান যোগে বাবার বাড়ি কামতা গ্রামে যাচ্ছিলো । ঘটনার সময় তারা আটলিয়া বাজারে এসে পৌঁছিয়ে ভ্যানের ভাড়া দিচ্ছিল। সেসময় কালিগঞ্জ থেকে একটি সার বোঝাই ট্রাক তাদের চাঁপা দিয়ে উল্টে যায়। ঘটনা স্থলেই সাদেক ও পিংকি নিহত হয়। এসময় পিংকির সাথে থাকা শিশু সন্তান ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। ঘাতক ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলেও বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের আইসি, এস আই রাম উত্তম সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি হেফাজতে নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা করে।
No comments:
Post a Comment