সবুজ সরকার (বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে নানা কর্মসুচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন করেছে উপজেলা শ্রমিক লীগ।
সোমবার সকালে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও শ্রমিক লীগের দলীয় পতাকা উত্তোলন ও বিকাল ৩টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাহেব আলী সরকারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, উপজেলার আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মালেক তালুকদার, পৌর আ’লীগের সভাপতি মির্জা শরিফুল ইসলাম (শরিফ), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র প্রমানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহাম্মেদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক চান মোহাম্মাদ প্রমুখ।
No comments:
Post a Comment