এইচ এম শহীদুলইসলাম, পেকুয়া প্রতিনিধি :ই-একুশে মিডিয়া
কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরী নদীর শাখা নদী ভোলাখালের রাবার ড্যাম এলাকা থেকে ভাসমান অবস্থায় হানিফা জান্নাত মনি(১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া থানা পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করেন।
নিহতের স্বজনেরা জানান, বুধবার বিকালে ওই শিশু পেকুয়া সদরের বকসোচোকিদার পাড়ায় তার বোনের শশুর বাড়ি থেকে নিজ বাড়ী ফেরার পথে নিখোঁজ হন।
হানিফা জান্নাত মনি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের কবির হোসেনের মেয়ে বলে জানা গেছে।
পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, নিহত হানিফা জান্নাত মনির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি বলেও তিনি জানান|
No comments:
Post a Comment