বেলকুচিতে তোরণ সরাতে এমপিকে নোটিশ করলেন মেয়র - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 5 May 2023

বেলকুচিতে তোরণ সরাতে এমপিকে নোটিশ করলেন মেয়র

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ই-একুশে মিডিয়া

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় সড়ক দখল করে রাখা স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের লোহার স্থায়ী তোরণ ব্যানার অপসারণে নোটিশ দিয়েছেন মেয়র সাজ্জাদুল হক রেজা শুক্রবার  সকালে নোটিশ  পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন মেয়র সাজ্জাদুল হক রেজা

৩০ এপ্রিল মেয়রের স্বাক্ষর করা ওই নোটিশে উল্লেখ করা হয়, সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকার অংশে রাস্তার দু-ধারে এমপি মমিন মন্ডলের নির্দেশে অবৈধভাবে  স্থায়ী লোহার তোরণ লম্বা ব্যানার স্থাপন করা হয়েছে এতে বিভিন্ন সময়ে যানবাহন চলাচলে অসুবিধার পাশাপাশি দুর্ঘটনা ঘটছে সেই সঙ্গে নষ্ট হচ্ছে পৌর এলাকার সৌন্দর্যও
তোরণসমূহ স্থাপনের কারণে পৌর বিধির চতুর্থ তফসিল এর ১০৮ ধারা লঙ্ঘিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয় পৌরসভার সৌন্দর্য রক্ষা জানমালের ক্ষতি  এড়াতে আগামী ১৫ মে এর  মধ্যে লোহার তোরণ ব্যানারগুলো অপসারণের অনুরোধ জানানো হয়  

বিষয়ে মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, পৌরসভার সৌন্দর্য রক্ষা এবং জনগণের জানমালের ক্ষতি এড়াতে তোরণ ব্যানারগুলো অপসারণ করার জন্য ইতোপূর্বে মৌখিকভাবে এমপিকে  জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বিষয়ে গত ৩০ নভেম্বর পৌরসভার মাসিক সভার আলোকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয় কিন্তু এমপি সম্মানের কথা ভেবে আমরা নোটিশ ইস্যু না করে সময় দিয়েছি তারপরও তোরণ ব্যানারগুলো অপসারণ না করায় পৌর এলাকার সৌন্দর্য পরিবেশ নষ্ট হচ্ছে কারণে বাধ্য হয়ে নোটিশ ইস্যু করা হয়েছে

ব্যাপারে সিরাজগঞ্জ- (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব  আব্দুল মমিন মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages