বেলকুচি (সিরাজগঞ্জ)
প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় সড়ক দখল করে রাখা স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের লোহার স্থায়ী তোরণ ও ব্যানার অপসারণে নোটিশ দিয়েছেন মেয়র সাজ্জাদুল হক রেজা। শুক্রবার সকালে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন মেয়র সাজ্জাদুল হক রেজা।
৩০ এপ্রিল
মেয়রের স্বাক্ষর
করা ওই
নোটিশে উল্লেখ
করা হয়,
সয়দাবাদ-এনায়েতপুর
আঞ্চলিক সড়কের
বেলকুচি পৌর
এলাকার অংশে
রাস্তার দু-ধারে এমপি মমিন
মন্ডলের নির্দেশে
অবৈধভাবে স্থায়ী লোহার তোরণ
ও লম্বা
ব্যানার স্থাপন
করা হয়েছে। এতে
বিভিন্ন সময়ে
যানবাহন চলাচলে
অসুবিধার পাশাপাশি
ও দুর্ঘটনা
ঘটছে।
সেই সঙ্গে
নষ্ট হচ্ছে
পৌর এলাকার
সৌন্দর্যও।
তোরণসমূহ স্থাপনের
কারণে পৌর
বিধির চতুর্থ
তফসিল এর
১০৮ ধারা
লঙ্ঘিত হয়েছে
বলেও চিঠিতে
উল্লেখ করা
হয়।
পৌরসভার সৌন্দর্য
রক্ষা ও
জানমালের ক্ষতি
এড়াতে আগামী
১৫ মে
এর মধ্যে লোহার তোরণ
ও ব্যানারগুলো
অপসারণের অনুরোধ
জানানো হয়।
এ বিষয়ে মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, পৌরসভার সৌন্দর্য রক্ষা এবং জনগণের জানমালের ক্ষতি এড়াতে এ তোরণ ও ব্যানারগুলো অপসারণ করার জন্য ইতোপূর্বে মৌখিকভাবে এমপিকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে গত ৩০ নভেম্বর পৌরসভার মাসিক সভার আলোকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু এমপি সম্মানের কথা ভেবে আমরা নোটিশ ইস্যু না করে সময় দিয়েছি। তারপরও তোরণ ও ব্যানারগুলো অপসারণ না করায় পৌর এলাকার সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে নোটিশ ইস্যু করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
No comments:
Post a Comment