রবিউল ইসলাম, ঝিনাইদহ:ই-একুশে মিডিয়া
ঝিনাইদহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উজির আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এস এস সি সমমানের পরীক্ষায় অংশগ্রনকারী কয়েকজন পরীক্ষার্থীকে হামলা করেছে কিশোর গ্যাং।এবছর ৯ টি বিদ্যালয়ের ৪৭০ জন শিক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে।২৭/০৫/২০২৩ইং শনিবার সকাল ১০ টায় ঘূর্নীঝড় মোখার কারনে স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দুপুর ১ টায় পরীক্ষার শেষে ঘন্টাবেজে উঠলে হল ছেড়ে পরীক্ষার্থীরা গেটে বাহির হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ৮ থেকে ১০ জন কিশোর গ্যাং হিরাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর লোহার রড,হাতুড়ি,বাশের লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়।এসময় সাধারন শিক্ষার্থীরা প্রানের ভয়ে এদিক ওদিক ছুটে পালাতে থাকে।অতর্কিত হামলায় কয়েকজন মেয়ে শিক্ষার্থী লাঠির আঘাতে আহত হয় এবং ৩ থেকে ৪ জন পরীক্ষার্থী রক্তাক্ত হয়।
আহতরা বেশিরভাগই হিরাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের দুজন ছাত্রী লাঠির আঘাতে আঘাত প্রাপ্ত হয়ছেন বলে সাংবাদিকদের জানায়।শেষ খবর পাওয়া পর্যন্ত আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন বলে জানা যায়।পরীক্ষা কেন্দ্রে ঘটনার সময় কোন পুলিশ সদস্য ছিলনা।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন এবং পরীক্ষা কেন্দ্রে না থাকার বিষয়ে এস আই মারুফ জানান আমার ডিউটি ১টার সময় শেষ তাই ঘন্টা পড়লে আমি স্থান ত্যাগ করেছি।সকল বিষয়ে অবগত হওয়ার পর তিনি থানায় অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেবেন মর্মে আহতদের আশ্বস্ত করেন।
No comments:
Post a Comment