রবিউল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:
ই-একুশে মিডিয়া |
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ফসলি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে ৫ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গরবার ( ৯ মে ) দুপুর ৩ টার দিকে উপজেলার বারবাজার এলাকার হাইওয়ে সড়কের পাশের একটি জমিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুল্লাহ হাবিব । এ সময় ঠিকাদার রাকিব হোসেন, ভেকু চালক জব্বারুল ইসলাম, ট্রাক্টর চালক গোলাম রসুল, জাহিদ হোসেন ও খালেক হোসেনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল্লাহ হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার বারবাজার এলাকায় ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। এমন তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে তারা আইন অবমাননা করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটা ও বিক্রির সংশ্লিষ্ট ৫ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় ও নগদ আদায় করা হয়েছে । তিনি আরো বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment