ওসমান হোসাইন, কর্ণফুলী প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান 'একুশে আইডিয়্যাল স্কুল' প্রতিষ্ঠা লগ্ন থেকে শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে প্রতি বছর আয়োজন করে থাকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। এতে করে দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা অনুপ্রেরিত হয়ে আরও ভালো ফলাফল করার চেষ্টা করে।
উপজেলার শিকলবাহা ৮ নং ওয়ার্ড আলী হোসেন মার্কেটে একুশে আইডিয়্যাল স্কুলের অডিটোরিম হলে শনিবার (২০ মে) দুপুরে এই বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একুশে আইডিয়্যাল স্কুলের অধ্যক্ষ মীর আহমদ ও সিনিয়র শিক্ষক আব্দুল কাইয়ুম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক এডভোকেট মোহাম্মদ এয়াকুব।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান। একুশে আইডিয়্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন ফোর এইচ গ্রুপের মার্চেন্ডাইজিং ম্যানেজার জসিম উদ্দিন সাকিব।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খসরু, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নুরুচ্ছাফা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর বাদশা, উপজেলা যুবলীগ নেতা মোঃ জসিম উদ্দিন, বিদ্যালয় পরিচালক মনির ইসলাম বাবর, আব্দুল করিম, নুরুল আবছার সহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন সন্তান কে সুসন্তান হিসাবে গড়ার জন্য বিদ্যালয়ের পাশাপাশি পারিবারিক শিক্ষাই আসল। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তাই আধুনিক শিক্ষা ব্যবস্থা পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতিক ঐতিহ্য সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে। আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যত তাই তাদের প্রতি মেধা বিকাশের জন্য এইধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই প্রতিটি বিষয়ে যত্নবান হওয়া অত্যন্ত জরুরি।
No comments:
Post a Comment