সাইদ সাজু, তানোর থেকে:ই-একুশে মিডিয়া
নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে প্রচার, "আসুন নারীর প্রতি সকল নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াই প্রতিবাদ ও প্রতিরোধ করি, নারীর প্রতি সকল প্রকার নির্যাতনের অবসান চাই এখনই,, সইবো নাকো আমরা আর নারীর প্রতি অত্যাচার,,এই হোক অঙ্গিকার নারী নির্যাতন আর নয়, এই সব স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা, র্যালী ও মঞ্চ নাটক স্বাক্ষর গ্রহন এবং ভয়েস রেকর্ড প্রচারনা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশিদারিত্বের উন্নয়ন (প্রসপেক্ট) প্রকল্প -বে সরকারী দাতা সংস্থা ডাসকোর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরিক সমাজ সংগঠন তালন্দ ইউনিয়ন( ইউপির) সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ"লীগের সাধারন সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা, প্রকল্প ব্যাপস্থাপক আব্দুর রাজ্জাক, এডভোকেশিয়ান ট্রেনিং অফিসার ইনজাউল হক প্রমুখ। এর আগে গোল্লাপাড়া থেকে বিশাল র্যালী বের হয়ে থানা মোড় দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়ে শিক্ষার্থীরা মঞ্চ নাটক প্রদর্শন করেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন মোড়ে স্বাক্ষর ও ভয়েস রেকর্ড প্রচার করা হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকার প্রকল্পের নানা বয়সের নারী পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment