এইচ এম শহিদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
পেকুয়া সদর ইউনিয়নের বৃহত্তর গ্রাম মধ্যম সরকারী ঘোনা সমাজ পরিচালনা কমিটির গণতান্ত্রিক পন্থায় ভোট গ্রহণ শুরু হয়। প্রচার প্রচারণা ছিল দেখার মতো। ০২মে রোজ মঙ্গলবার সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ডে মধ্যম সরকারী ঘোনা সমাজ পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। তফসিল অনুযায়ী সভাপতি পদপ্রার্থী ৩জন,সহ-সভাপতি ২জন,সাধারণ সম্পাদক ২জন। নির্বাচন তফসিল অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্যাশিয়ার ১জন, সদস্য ১জন নির্বাচিত হিসেবে জয় পেয়েছে ।
পেকুয়া মধ্যম সরকারি ঘোনা সমাজ পরিচালনা কমিটির নির্বাচন মধ্যম সরকারি ঘোনা জামে মসজিদ সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসায়-সকাল১০ টা থেকে বিকাল ৪টা পযন্ত ঝাঁক জমক ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে উপস্থিত হতে থাকে ভোট কেন্দ্রে ভোটার গন। সমাজ পরিচালনা কমিটিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন-মাও রেজাউল করিম,আবু ছালেক ও নুরুল আমিন। সহসভাপতি পদে-ছরওয়ার আলম সও ও আবদুল্লাহ বাদশা। সাধারণ সম্পাদক পদে-আলহাজ জাফর আলম ও শাহ্ আমিন। প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩ পদে ভোট গণনা গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটি নাম ঘোষণা করেন।
১.সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- আবু ছালেক প্রাপ্ত ভোট-৫৭ প্রতিক ছাতা।
২.সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন-মো:ছরওয়ার সও প্রাপ্ত ভোট-৭২ প্রতিক আনারস।
৩.সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন-আলহাজ জাফর আলম- প্রাপ্ত ভোট-৯২প্রতিক তালা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্যাশিয়ার নির্বাচিত হয়েছেন-আজমগীর।
সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন-বজল আহমদ বাহাদুর। সমাজ পরিচালনা পরিষদের মোট ভোটার ১৩২ জন-ভোট কাস্ট হয়েছে-১২৮। নবনির্বাচিত সমাজ পরিচালনা পরিষদের কার্যকরী কমিটি
ঘোষণার সময় পেকুয়া সদর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ডের সম্মানিত মহিলা মেম্বার,প্রধান সমন্বয়ক-জাইতুন্নেসা খানম বিজু,সাবেক মেম্বার বদিউল আলম,প্রধান নির্বাচন কমিশনার মোঃ কাইছার,উপদেষ্টা পরিষদের সদস্য-নুর মোহাম্মদ(নুরু সও),মাও এনামুল হক,নুরুল হক, মাহবুল করিম, বশির আল মামুন ও নির্বাচনের প্রিজাইডিং দায়িত্ব পালন করেন-প্রফেসর নাছির উদ্দিন ও মাস্টার ইদ্রিস ও সার্বিক সহযোগিতায় ছিলেন-সমাজ সেবক রাজনৈতিক বৃক্তিত্ব মোঃনেজাম উদ্দিন এবং নির্বাচনে পর্যবক্ষেক হিসেবে ছিলেন-পেকুয়া বাজার মালিক সমবায় সমিতির ডিরেক্টর-সাংবাদিক এইচ,এম শহীদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাচনের প্রধান সমন্বয়ক মহিলা মেম্বার জাইতুন্নেসা খানম বিজু-বলেন একটি সুন্দর,শৃংখল ও গ্রহনযোগ্য নির্বাচন আমরা সকলে মিলে জনগণকে উপহার দিতে পেরেছি তাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।এবং নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য সমাজের কাছে কৃতজ্ঞ ও জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।
নব-নির্বাচিত সভাপতি আবু ছালেক বলেন জনগণ যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের সুখে দুঃখে পাশে থাকব,এবং সমাজে বিদ্যমান মদ,জুয়া,ইয়াবা সহ যাবতীয় অন্যায় প্রতিরোধে সকলকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করব।
উপস্থিত সকল জনগণ নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
No comments:
Post a Comment