এইচ এম শহিদ, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মে) বুধবার সকাল ১০ টার দিকে পেকুয়া বাজারস্থ নিউ মার্কেট মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত এবং পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা আরম্ভ হয় ।
পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ সাহেদ ইকবাল এর পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালব্ জ অঞ্চলের ডিরেক্টর বাবু আশীষ কুমার দাশ।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন, প্রবীণ ব্যবসায়ী ডাঃজাফর আলম, নিউ মার্কেটের চেয়ারম্যান সরওয়ার আলম, ক্লাস্টার পরিষদ কক্সবাজার এর চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম, কালব্ এর সাবেক ডিরেক্টর মাস্টার শফিউল আলম, পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান নুরুল আবছার, সাবেক চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন, দোকান মালিক সমিতির চেয়ারম্যান ইসমাঈল সিকদার, সেক্রেটারি শাখাওয়াত হোছাইন সুজন।
ওই সময় আরো উপস্থিত ছিলেন, পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি সাংবাদিক মোঃ ফারুক, গোবিন্দপুর ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মাস্টার দলিলুর রহমান,পহঁরচাদা ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ মীর কাশেম, পেকুয়া বাজার ব্যবসায়ী ক্রেডিট ইউনিয়নের ভাইস-চেয়ারম্যান আজিজুল হক, ডিরেক্টর মাঈন উদ্দিন আহমদ, জাফর আলম, মোঃ রিদুওয়ান, বাবু অসীম বিশ্বাস
বাবু উৎপল কুমার পাল।
এদিকে বার্ষিক সাধারণ সভায় উত্থাপিত প্রতিবেদন বইয়ের হিসাব বিবরণীতে উল্লেখ করেন, সাবেক সিইও নুর মুহাম্মদ, সাবেক কর্মী মোঃ মাশেকুর রহমান, সাবেক কর্মী মোঃ শাহাজাহান কর্তৃক ২কোটি ৯৬ লাখ টাকা অর্থ আত্মসাতের বিষয়ে মামলা চলমান রয়েছে বলে জানান সেক্রেটারী মোঃ শাহেদ ইকবাল।
এছাড়াও বিনিয়োগের টাকা পরিশোধ না করে আত্মসাত ও ঋণ খেলাপীর বৃদ্ধি কারণে আর্থিক সংকটে পড়া সমিতিকে সচল করতে সমন্বিত প্রচেষ্টার উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান চেয়ারম্যান মিনহাজ উদ্দিন।
No comments:
Post a Comment