কবির মাহমুদ, কাজিপুর (সিরাজগঞ্জ):ই-একুশে মিডিয়া
সিরাজগঞ্জের কাজিপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ। গত ১৭ ই মে মধ্যরাত্রিতে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত দুই মাদক কারবারি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চাড়ালজানি গ্রামের ভোলা মিয়ার পুত্র শরিফুল ইসলাম (২০) ও কাজিপুর উপজেলার টুয়ারপাড়া ইউনিয়নের চরপানাগাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিকীর পুত্র মনোয়ারুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়,৫০ গ্রাম গাঁজা সহ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রেজিষ্ট্রেশন বিহীন ১২৫ সিসির Tvs Raider কালো রঙের মোটর সাইকেল ও আটক করা হয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
No comments:
Post a Comment