স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
বাঁশখালীর সরল ইউনিয়নের দক্ষিণ সরলের হাজিরখীল গ্রামে কৃষক হামিদ উল্লাহকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী মরতুজা বেগম বাদি হয়ে ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৯ মে) সকালে মামলা দায়েরের পর দুপুর ১২টায় অভিযান চালিয়ে এজাহার নামীয় মৃত আবুল হোসেন প্রকাশ মুন্সির ছেলে আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের (৩২) এবং নুরু মিয়ার ছেলে আনোয়ার (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে। র্যাবের ক্রস ফায়ারে নিহত বহু মামলার আসামী ডাকাত জাফরের ছেলে এবং সরল ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য রহিমা আক্তারের ছেলে মো. মোরশেদ (২৮) কে ১ নম্বর এবং ডাকাত মো. খলিলের ছেলে মো. মিনহাজ ও এহসানকে ২ এবং ৩নং আসামী করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, মামলার এজাহার নামীয় ২জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের বিশেষ টিম দলবদ্ধভাবে অভিযানে রয়েছে।
উল্ল্যেখ্য, ৮ মে সোমবার ভোররাত সাড়ে ৩টায় বাঁশখালীর সরল ইউনিয়নের হাজিরখীল গ্রামে কৃষক হামিদ উল্লাহ (৩৮) কে সন্ত্রাসীরা র্যাবের সোর্স সন্দেহে কুপিয়ে খুন এবং স্ত্রী মরতুজা বেগম (২৮) কেও আহত করেছিল।
No comments:
Post a Comment