এইচ এম শহিদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলা ভূমি কার্যালয়ের প্রধান সহকারী তপন কান্তি পালের শাস্তি চেয়ে কাফনের কাপড় পরে শহীদ মিনারে অনশনে বসেছেন এক ব্যক্তি। তাঁর নাম মুবিনুল হক (৫৫)। ঘুষ দাবির অভিযোগে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে পেকুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তিনি।
মুবিনুল পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় গিয়ে দেখা যায়, শহীদ মিনারের পাদদেশে বসে অনশন করছেন মুবিনুল। তাঁর সঙ্গে কেউ নেই। একটি ব্যানার টাঙিয়ে ও কাফনের কাপড় পরে একাই বসে আছেন তিনি।
মুবিনুল হকের দাবি, তাঁর অংশের জমি নিয়ে বোনদের আপত্তি ছিল। শুনানি শেষে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম সেই আপত্তি খারিজ করে দেন।
খারিজ আদেশের সার্টিফায়েড কপি নেওয়ার জন্য তপন কান্তি পালের কাছে গেলে তিনি দুই লাখ টাকা না দিলে খতিয়ান কর্তন করে বোনদের নামে খতিয়ান করে দেওয়ার হুমকি দেন। ইতিমধ্যে তিনি এক লাখ টাকা দিয়েছেন। বাকি টাকার জন্য আপত্তি খারিজের সার্টিফায়েড কপির ফাইল আটকে রাখা হয়েছে। কোনো উপায় না দেখে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
ঘুষ দাবি ও অনশনের বিষয়ে গতকাল বিকেল থেকে রাত আটটা পর্যন্ত তপন কান্তি পালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
No comments:
Post a Comment