স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
পাঠকের মুখোমুখি শীর্ষক কর্মশালায় প্রথমবারের মতো নবীন পাঠকরা অংশগ্রহণ করে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, প্রযু্ক্তির অবাধ ব্যবহার আমাদের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। অধিকহারে প্রযুক্তির আসক্তি আমাদেরকে জীবনকে করে তুলেছে বিভিষিকাময়। আমরা এতোদিন ভুলের মধ্যে ছিলাম, আজ এই কর্মশালায় এসে আমরা বুঝতে পারলাম, অধ্যবসায় মানুষের জীবনের মাপকাঠি। জীবনের বাস্তবতা উপলদ্ধির জন্য বহুমুখী জ্ঞান চর্চায় মনোযোগী হতে হবে। বই সমৃদ্ধি দান করে। জীবনকে করে উন্নত। বিনয়ী হতে শেখায়। আজ বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্ররির পাঠকের মুখোমুখি শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তরুণ পাঠকরা এ অনুভূতি প্রকাশ করেন।
কর্মশায় ৬টি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ‘পাঠের গুরুত্ব ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য চাই গণপাঠাগার’ শীর্ষক নিবন্ধ পাঠের মধ্যদিয়ে কর্মশালার শুরু হয়। উপকূলীয় পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন পাঠাগারের সদস্য রেশমিনা ও সানজিদা আকতার। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন পাঠাগারের প্রশাসনিক কর্মকর্তা মোবারকা বেগম, গ্রন্থাগারিক জোবাইদা খানম ও মিতু আক্তার।
কর্মশালায় বক্তারা বলেন, এখন মেধা ও প্রযুক্তির যুগ। আমাদের সবকিছু মেধা দিয়ে চ্যালেঞ্জ করতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি বহুমুখি জ্ঞানার্জনের জন্য আমাদেরকে অন্যান্য বই পড়তে পবে। বহুমুখি জ্ঞানার্জনে আমাদেরকে বই ও পাঠাগারমুখী হতে হবে। কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যরা নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা আজ এখানে এসে জানতে পারলাম, শুধু পাঠ্যবই দিয়ে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব নয়, আমাদেরকে মেধা দিয়ে লড়তে হবে, তথ্যপ্রযুক্তির অবাধ বিচরণ থেকে দূরে থাকতে হবে। আমরা যতবেশি বইমুখি হবো, ততবেশি সমৃদ্ধশালী হতে পারব।
No comments:
Post a Comment