চট্টগ্রামে পটিয়া উপজেলার ইন্দ্রপুল থেকে বুধবার (৩১মে) রাত ১০ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাগদা চিংড়ির ট্রাক আটক করা হয়। ট্রাকের ৩০টি ড্রাম থেকে প্রায় ছয় লাখ বাগদা চিংড়ির পোনা জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে এবং মোঃ আলম নামের একজন কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র পটিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা, স্বপন চন্দ্র দে, সহকারী মৎস্য কর্মকর্তা, সুজাত কুমার চৌধুরী, অফিস সহকারী সেবু বড়ুয়া এবং ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন পটিয়া থানা পুলিশ।
পটিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, পোনা ছাড়াও চিংড়ি পরিবহন করার ৩০ টি ড্রাম জব্দ করা হয় এবং নিলামে বিক্রি করা হয়।উল্লেখ্য প্রাকৃতিক উৎস থেকে বাগদা-গলদা চিংড়ি পোনা ধরা সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে।
No comments:
Post a Comment