রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
লক্ষ্মীপুরের রামগঞ্জে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজ হোসেন কালুর লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে গেছে পতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মালগাজী বাড়ির এতিমখানার সামনে। একই বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সলেমান, নুরে আলম, আবুল খায়ের, তছলিম মিয়া নেতৃত্বে ভাড়াটিয়া লোকজন নিয়ে নিজের সম্পত্তি দাবি করে বীরদর্পে গাছগুলো কেটে নিয়ে যায়।
স্থানীয়
সূত্রে জানাযায়, উপজেলার নারায়নপুর গ্রামের লালগাজী বাড়ির মৃত রহমানের ছেলে আজিজুর রহমান ২০০৯ইং সালে ৪৮৬২ দলিল মূলে ৯১৪ ও ৮৯৩ দাগের অন্দরে মৃত মুসলিম ভূইয়ার ওয়ারিশ গনের কাছ থেকে ৩শতাংশ সম্পত্তি ক্রয় করেন। এর পরে সলেমান গংরা ওই সম্পত্তি নিজের দাবি করে আদালতে একটি মামলা করে। ওই মামলায় আদালত আজিজকে ২শতাংশ সম্পত্তি বুঝিয়ে দিয়ে একটি রায় প্রদান করেন। কিন্তু সলেমান গংরা আদালতের রায়কে অমান্য করে আজিজের সম্পত্তিতে থাকা ২০/৩০টি বড় গাছ জোর পূর্বক কেটে নিয়ে যায়।
এ ব্যাপারে সলেমান গংরা জানান, আদালতের রায়ের পর আজিজকে বেশ কয়েকবার বসে পরিমাপ করে নিজের ২শতাংশ ভূমি বুঝে নেওয়ার জন্য বল্লেও তিনি তা কর্নপাত করেননি। এজন্য আমরা গাছগুলো কেটে নিয়েছি।
ভূক্তভোগী আজিজুর রহমান জানান, আমি বাড়িতে উপস্থিত না থাকার সুযোগে সলেমান গংগরা ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার লক্ষাধিক টাকার গাছ কেটে লুটপাট করে নিয়ে গেছে।
No comments:
Post a Comment